নিজস্ব প্রতিবেদন: এ যেন রাফাল বিতর্কের দ্বিতীয় পর্ব! রাফালের চুক্তি, দাম এবং অফসেট নির্বাচন নিয়ে বিরোধীদের প্রশ্ন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর পরও ইতি হয়নি রাফাল বিতর্কের। শীর্ষ আদালতকে ‘ভুল তথ্য’ দেওয়া বিষয়ে কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে কংগ্রেস। পাল্টা প্রতিরোধে নেমেছে বিজেপি নেতারা-ও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার, সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন বলেন, জেনেশুনে এত দিন দেশকে বিভ্রান্ত করেছে কংগ্রেস। সুপ্রিম কোর্টের রায় না শুনে ‘অদ্ভুত স্পর্ধা’ দেখাচ্ছে ‘গান্ধী পরিবার।’


প্রতিরক্ষামন্ত্রী পাল্টা রাহুল গান্ধীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আরও বলেন, রাফালের দাম নিয়ে জেনেশুনে দেশবাসীকে বিভ্রান্ত করছে কংগ্রেস। সীতারমনের দাবি, কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেলকে (ক্যাগ) রাফালের দামের তথ্য দেওয়া হয়েছে। প্রয়োজন হলে দেখে নিতে পারে পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)। যদিও পিএসির চেয়ারম্যান তথা কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন, পিএসি-র হাতে রাফালের দাম বিষয়ে এমন কোনও রিপোর্ট নেই।


আরও পড়ুন- নাকে ‘ফিডিং টিউব’ নিয়ে সেতু পরিদর্শনে গোয়ার মুখ্যমন্ত্রী, কাঠগড়ায় বিজেপি


সুপ্রিম কোর্টের রায় বেরনোর পর কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেকে নিয়ে রাহুল গান্ধী সাংবাদিক বৈঠকে বলেন, সুপ্রিম কোর্টে ভুল তথ্য দিয়েছে কেন্দ্র। রাফাল দাম নিয়ে ক্যাগ বা পিএসি কোনও তথ্য দেওয়া হয়নি বলে দাবি কংগ্রেসের। রাহুলের নয়া অভিযোগ নস্যাত্ করে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের কটাক্ষ, রাহুল গান্ধী এবং কংগ্রেস কি আইনের উর্ধ্বে?