নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় মোদী সরকারে সমালোচনায় সরব হলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী (Nirmal Sitharaman's husband) পরকলা প্রভাকর (Parakala Prabhakar)। তাঁর কটাক্ষ, মানুষকে সাহায্য না করে শিরোনামে আসার চেষ্টা করছে সরকার। পিঠ বাঁচাতে চাইছে। ইউটিউব চ্যানেলে প্রভাকর বলেছেন,''করোনা সঙ্কটে ইতিবাচক পরামর্শ দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। তার পাল্টা অসভ্য প্রতিক্রিয়া দিয়ে রাজনীতি করার চেষ্টা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।''       


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উদ্বেগজনক করোনা


প্রভাকর  (Parakala Prabhakar) বলেন,''গোটা বিশ্বের মধ্যে ভারতে করোনা সংক্রমণ তীব্র গতিতে বাড়ছে। মৃত্যুর পরিসংখ্যান রেকর্ড ভাঙছে। স্বাস্থ্য ব্যবস্থা এখন আপৎকালীন পরিস্থিতিতে। কেন্দ্রীয় সরকার সরকারকে জবাবদিহি করতে হবে। নিজেদের লোকের মৃত্যু কষ্টদায়ী লাগছে, অন্যদের বেলায় শুধুই পরিসংখ্যান! মৃত্যু ও সংক্রমিতের সংখ্যা কম করে দেখানো হচ্ছে। চিকিৎসকরা বলছেন, পরিস্থিতি উদ্বেগজনক। পরীক্ষার পরিকাঠামোও ভেঙে পড়েছে। চাপ সামলাতে পারছে না হাসপাতাল ও ল্যাবগুলি। হাসপাতালের বাইরে অ্যাম্বুল্যান্সের ছবি, শ্মশানে পুড়ছে একের পর এক মৃতদেহ, হাসপাতালে জায়গা নেই, রোগীর পরিজনরা কাঁদছেন- সোশ্যাল মিডিয়ায় এই সব ছবি ভেসে আসছে।''                


মোদীকে তোপ


প্রধানমন্ত্রীকে সরাসরি নিশানা করে সীতারমনের স্বামী (Nirmal Sitharaman's husband) বলেন,''সরকারের ব্যর্থতা ও হৃদয়হীনতা ঢাকতে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ও বাকপটুতা কাজে লাগছে না। পরিযায়ী শ্রমিকদের দুর্দশা স্পর্শ করেনি তাদের। কিন্তু জনপ্রিয়তা ও রাজনৈতিক পুঁজি উবে যেতে সময় লাগে না। এই ধরনের অসংবেদনশীল আচরণ বেশি দিন টেকে না। সহানুভূতি, স্বচ্ছতা ও সহমর্মিতা থেকে যাবে চিরকাল। দুটির মধ্যে একটা বিকল্প বেছে নিতে হবে প্রধানমন্ত্রীকে। তাঁর এই নীরবতা বেশিদিন চলবে না। এবার তো পদক্ষেপ করুন। অস্বস্তিকর প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছে সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং উত্তম পরামর্শ দিয়েছিলেন। অথচ সে নিয়েও রাজনীতি হল।'' 


রাজনৈতিক প্রচার


করোনা পরিস্থিতিতেও বাংলায় প্রচার চালিয়ে গিয়েছেন রাজনৈতিক নেতারা। এনিয়ে তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ভিড় জুটিয়ে সভা করছেন। কুম্ভ মেলা চলছে। স্থিতি যখন হাতের বাইরে চলে গেল, তখন হুঁশ ফিরল ওদের। কুম্ভমেলা প্রতীকী করা হল। রাহুল গান্ধী সভা বাতিলের ঘোষণা করলেন।''   


টিকাকরণ


লকডাউন সমস্যার সমাধান না হলেও বর্তমানে পরিকাঠামো ও ভ্যাকসিনের উৎপাদনের জন্য দরকার বলে মত প্রভাকরের (Parakala Prabhakar)। তাঁর অভিমত,৭০ শতাংশ মানুষকে টিকাকরণের আওতায় আনতে হবে। ভ্যাকসিন দিতে হবে শিশু ও অন্তঃসত্ত্বাদের বাদ দিয়ে ৭০ কোটি মানুষকে। এজন্য দরকার ১৪০ কোটি ডোজ। গোটা দেশ থেকে কোভিড দূর না হলে মুক্তি মিলবে না।''    


আরও পড়ুন- মুখ্যমন্ত্রীদের পর এবার শিল্পপতিদের চিঠি দিয়ে সাহায্যের আর্তি Kejriwal-র