ওয়েব ডেস্ক : বিহারের বর্তমান রাজনীতি নিয়ে উঠে এল এক নতুন তথ্য। ইতিমধ্যেই সেই তথ্য ভারতীয় রাজনীতিতে ভাইরাল। ২৬ জুলাই বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ১০ মিনিচ আগে নাকি RJD প্রধান লালু প্রসাদ যাদবকে ফোন করেছিলেন নীতীশ কুমার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু সেদিনের ফোনে ঠিক কী বলেছিলেন নীতীশ?


বিহারে বিজেপি-কে হারাতে ২০ মাস আগে লালু প্রসাদ যাদবের দলের সঙ্গে জোট বেঁধে ছিলেন নীতীশ কুমার। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিহারে সরকার গড়ে JD(U)-RJD জোট। প্রথমটায় ভালোই চলছিল। কিন্তু, ২০১৬ সালের শেষ দিকে নরেন্দ্র মোদীর নোট বাতিল ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়ানো ও রাষ্ট্রপতি নির্বাচনে NDA প্রার্থীকে সমর্থন করায় JD(U) প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে লালু প্রসাদ যাদবের। পাশাপাশি তাঁর সঙ্গে সখ্যতা বাড়তে থাকে BJP-র। এর মাঝে গত ৭ জুলাই IRCTC টেন্ডার দুর্নীতি মামলায় নাম জড়ায় লালু প্রসাদ যাদব ও তাঁর পরিবারের। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী BJP-র পক্ষ থেকে বার বার JD(U)-র নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।


আরও পড়ুন- 'বিশ্বাসঘাতকতা'র পাল্টা 'ধর্মনিরপেক্ষতার বর্মে দুর্নীতি ঢাকা', সরগরম বিহার রাজনীতি


সংবাদে প্রকাশ, ২৬ জুলাই নিজের ইস্তফাপত্র জমা দেওয়ার ১০ মিনিটি আগে লালু প্রসাদ যাদবকে ফোন করেন নীতীশ। বলেন, ''আমায় ক্ষমা করবেন। ২০ মাসের এই জোট আমি আর এগিয়ে নিয়ে যেতে পারলাম না। আমি মুখ্যমন্ত্রীত্ব থেকে ইস্তফা দিচ্ছি।'' যদিও তাঁর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা বলেন লালু প্রসাদ যাদব।