নিজস্ব প্রতিবেদন : চতুর্থ দফায় বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন সুশীল মোদী। আজ এনডিএ-র বৈঠক এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিহার বিধানসভা নির্বাচনের পরতে পরতে ছিল টানটান চিত্রনাট্য। ভোটগণনার শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায় আরজেডি ও বিজেপির মধ্য়ে। এক সময় আরজেডি এগিয়ে যায় তো পরক্ষণে বিজেপি। শেষমেশ এনডিএ-এর ভাগ্যেই শিকে ছেঁড়ে।


বিহার বিধানসভা নির্বাচন জিতে নেয় এনডিএ জোট। ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় এনডিএ-এর পক্ষে যায় ১২৫টি আসন। ম্যাজিক ফিগারের থেকে মাত্র ৩টি আসন বেশি পায় এনডিএ জোট। অন্যদিকে কংগ্রেস-আরজেডির মহাগাঁটবন্ধন পেয়েছে ১১০টি আসন। 


সূত্রে খবর, নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন করার পর এবার রাজ্যপালের কাছে যাবে এনডিএ। বিহারে সরকার গঠনের জন্য রাজ্য়পালের কাছে দাবি জানাবে তারা।


আরও পড়ুন, সেনাবাহিনীতে যোগ দিয়েই বিয়ে, ৩ মাসের মেয়ে কোলে কফিনবন্দি সুবোধের ফেরার অপেক্ষায় স্ত্রী