নিজস্ব প্রতিবেদন: মোদী সরকারের মন্ত্রিসভায় সামিল হচ্ছে না বিহারের শরিক দল জেডিইউ। মন্ত্রিত্ব নিতে অস্বীকার করলেন নীতীশ কুমার। তবে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে সামিল হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। 


বিজেপি একটাই ৩০০ পার করে ফেলেছে। ম্যাজিক ফিগারের চেয়ে অনেক বেশি। সেই কারণে আঞ্চলিক দলগুলির আর প্রাধান্য থাকছে না। সূত্রের খবর,  নীতীশের দলকে একটি মন্ত্রক দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মোদী-শাহ। কিন্তু অন্তত দুটি মন্ত্রক চেয়ে বসেন নীতীশ। কিন্তু একটি মন্ত্রকেই অনড় থাকে বিজেপি। শেষপর্যন্ত মন্ত্রিসভায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন নীতীশ কুমার। তাঁর কথায়,''ওরা জেডিইউ থেকে একজনকে মন্ত্রিসভায় নিতে চেয়েছিল। এটা অনেকটা প্রতীকী অংশগ্রহণ হয়ে যেত। আমরা বলে দিয়েছি, ঠিক আছে কোনও ব্যাপার নয়। এটা বড় বিষয়। এনডিএ-তে রয়েছি আমরা। একেবারেই হতাশ নই। একসঙ্গে কাজ করছি আমি। কোনও বিভ্রান্তি নেই''।