ওয়েব ডেস্ক : ফেল কড়ি মাখো তেল। দু এক বছরের মধ্যেই এবার এই প্রবাদ অচল হতে চলেছে। এমনটাই পূর্বাভাস নীতি আয়োগ কমিটির CEO অমিতাভ কান্তের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাঁর মতে, কয়েক বছরের  মধ্যে ATM কার্ডে লেনদেনের আর প্রয়োজন হবে না। গোটা লেনদেনই  তখন হবে শুধু  এক আঙুলের ছাপে। শুধু এক টিপ ছাপে 30 সেকেন্ডের মধ্যেই  লেনদেন সারতে পারবেন একজন ক্রেতা।


বাজারে আনা হচ্ছে  BHIM অ্যাপ। অ্যাপের মাধ্যমেও ক্যাশলেস লেনদেন চালানো যাবে। লেনদেনে ব্যবহার করা হবে আধার কার্ডের বায়োমেট্রিক পরিষেবা। ২০২০ সালের মধ্যেই নয়া পরিষেবা চালু হয়ে যাবে। আশা নীতি আয়োগ কমিটির CEO অমিতাভ কান্তের।


আরও পড়ুন, রোজভ্যালি কাণ্ডে সাংসদদের গ্রেফতারির প্রতিবাদ এবার ভুবনেশ্বরেও