নিজস্ব প্রতিবেদন: ইভিএম থেকে ব্যালট পেপারে ফেরার কোনও প্রশ্নই নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি উড়িয়ে জানিয়ে দিলেন মুখ্যনির্বাচন কমিশনার সুনীল অরোরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-দোস্তি’ আর নয়, লাহোর-দিল্লি বাস পরিষেবা বন্ধ করল পাকিস্তান


শুক্রবার কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ‘বারবার ব্যালট পেপার ফিরিয়ে আনার বিরুদ্ধেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ব্যালট পেপারের যুগে আর ফিরে যেতে চাইছি না আমরা।’



উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধায় সহ দেশের একাধিক বিরোধী নেতার দাবি, ইভিএম নয় ভোট নিতে হবে ব্যালটেই। কারণ চন্দ্রবাবু নাইডু, ফারুক আবদুল্লা, রাজ ঠাকরেদের দাবি, ইভিএমে জালিয়াতি করা সম্ভব। তাই ভোট নিতে হবে ব্যালটেই। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ফ্রান্সের মতো দেশ ব্যালট ফিরিয়ে এনেছে। তাই এদেশের ব্যালট চালু করা উচিত।


আরও পড়ুন-প্রেমিকের বাড়ির দরজায় ধরনা নাছোড় প্রেমিকার, পরিণতিতে বিয়েতে রাজি পাত্র


এদিকে নাগরিকপঞ্জী নিয়েও প্রশ্ন করা হয় অরোরাকে। তাঁকে প্রশ্ন করা হয়, অসমের মতো পশ্চিমবঙ্গেও কি নাগরিকপঞ্জী তৈরি করা হবে? অরোরা বলেন, এনিয়ে সুপ্রিম কোর্টই শেষ কথা বলবে। এখন নাগরিকপঞ্জীর কাজ চলছে অসমে। এনিয়ে শেষ কথা বলবে সুপ্রিম কোর্টই।