ওয়েব ডেস্ক : "গোপনীয়তা রক্ষার অধিকার ব্যক্তির মৌলিক অধিকার।" বৃহস্পতিবারই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। স্বীকৃতি দিয়েছে ব্যক্তি পরিসরের অধিকারকে। এই রায়ের পরই প্রশ্ন ওঠে বিভিন্ন জনপরিষেবায় আধার বাধ্যতামূলক করার বিষয়ে। প্রশ্ন ওঠে ১০০ দিনের কাজ, মিড-ডে মিল, পাসপোর্ট, প্যান ও আরও বিভিন্ন ক্ষেত্রে আধার আর বাধ্যতামূলক থাকবে কি না, সেই বিষয়ে। আইন বিশেষজ্ঞরা বলেন, এই রায় আধার মামলার উপর প্রভাব ফেলবে ঠিকই, কিন্তু আধারের বিষয়ে চূড়ান্ত রায় জানাবে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই পরিস্থিতিতে আজ ইউ আই ডি এ আই (UIDAI)-এর সিইও ভূষণ পান্ডে জানালেন, আধারের সঙ্গে প্যান কার্ড সংযুক্তিকরণের (লিঙ্ক করার) সময়সীমার কোনও পরিবর্তন হচ্ছে না। প্রত্যেক করদাতাকেই অগাস্টের ৩১ তারিখের মধ্যে এই সংযুক্তিকরণ করতে হবে। সুপ্রিম কোর্টে রায়ের সঙ্গে এই লিঙ্কিংয়ের কোনও সম্পর্ক নেই।


করফাঁকি, কর কারচুপি, কালো টাকা আটকাতে আধারের সঙ্গে প্যান লিঙ্কিং বাধ্যতামূলক করে আয়কর দফতর। একইসঙ্গে নতুন প্যান কার্ড আবেদনের জন্য আধারকে বাধ্যতামূলক করা হয়।