ওয়েব ডেস্ক: গাড়ি ভাড়া করার সামর্থ্য নেই। তাই ঠেলাগাড়িতে স্ত্রীর দেহ চাপিয়ে ষাট কিলোমিটার নিয়ে গেলেন এক ব্যক্তি। তেলেঙ্গানার হায়দরাবাদে ঘটনাটি ঘটেছে। নামপল্লির ল্যাঙ্গার হাউজের কাছে ভিক্ষে করতেন রামুলু ও তাঁর স্ত্রী কবিতা। দুজনেই কুষ্ঠ আক্রান্ত। গত ৪ নভেম্বর কবিতার মৃত্যু হয়। মেডাক জেলায় নিজের গ্রামে নিয়ে গিয়ে স্ত্রীর অন্ত্যেষ্টি করতে চেয়েছিলেন রামুলু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ডেঙ্গিতে মৃত্যু হল দশ মাসের শিশুর


স্থানীয় গাড়িওয়ালারা পাঁচ হাজার টাকা চান। অত টাকা ছিল না রামুলুর। তাই ঠেলায় স্ত্রীর দেহ চাপিয়েই রওনা হন। কিন্তু, রাতে পথ হারিয়ে ফেলেন তিনি। পরদিন ভোরে পৌছন প্রায় ষাট কিলোমিটার দূরে বিকারাবাদ জেলার MRP জংশনে। এলাকাবাসী  রামুলুকে ওই অবস্থায় দেখেই পুলিসে খবর দেন। রামুলুর কথা শুনে তাঁরা চাঁদা তুলে টাকার ব্যবস্থা করে দেন। রামুলু গ্রামে স্ত্রীকে নিয়ে গেলেও আত্মীয়স্বজনের সাহায্য পাননি। কুষ্ঠরোগী কবিতার দেহ স্পর্শ করতে রাজি হয়নি রামুলুর পরিবার। একাই স্ত্রীর অন্ত্যেষ্টি করেন রামুলু।