ওয়েব ডেস্ক: ঐতিহাসিক সিদ্ধান্ত! উঠে গেল রেল বাজেট। হ্যাঁ, ঠিকই পড়ছেন। আগামী অর্থবর্ষ থেকে অর্থাত্ ২০১৭ সাল থেকে আর রেল বাজেট হবে না। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, অর্থ মন্ত্রক সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেটকে মিশিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি দিয়ে দিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই সিদ্ধান্ত কার্জকর হলে, গত বিরানব্বই বছরের ইতিহাসে ছেদ পড়বে। ওই সংবাদপত্রের প্রতিবেদনে আরও জানা গেছে যে, অর্থ মন্ত্রকের তরফে পাঁচ সদস্যের এক কমিটি তৈরি করা হয়েছে যা একটি সুসংবদ্ধ পরিকল্পনা তৈরি করবে এই 'অভিনব পদক্ষেপ'-কে রূপায়িত করতে।


আরও পড়ুন- রেল বাজেট ২০১৫-এর সেরা ১৫


উল্লেখ্য, নীতি আয়োগের দুই সদস্যের এক কমিটি রেল বাজেটকে সাধারণ বাজেটের সঙ্গে মিশিয়ে দেওয়ার সুপারিশ করেছিল। আর এর পরই এই সিদ্ধান্তকে কার্যকারী করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া শুরু হয়।


আরও পড়ুন- রেল বাজেটে কী কী নতুন ঘোষণা যা আপনার দারুণ কাজে লাগবে