নিজস্ব প্রতিবেদন: শুধুমাত্র পরিচয়পত্র বা বাসস্থান প্রমাণ না থাকার জন্য হাসপাতাল থেকে ফেরানো যাবে না রোগীদের, দিতে হবে অত্যবশকীয় ওষুধও, কেন্দ্রকে ও রাজ্যগুলিকে রবিবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বের বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে হাসপাতালে রোগী ভর্তির উপর একটি জাতীয় পলিসি আনার নির্দেশ দিয়েছে। এর জন্য ২ সপ্তাহ সময়ও বেঁধে দিয়েছে কেন্দ্র। এই পলিসি সমস্ত সরকারি হাসপাতলগুলি মেনে চলবে বলে জানানো হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: দেশজুড়ে লকডাউনই চায় কেন্দ্রের Covid-19 টাস্ক ফোর্স


শীর্ষ আদালতের মতে, কোভিড অতিমারির দ্বিতীয় ওয়েভে হাসপাতালে বেড না পাওয়ার সমস্যা অত্যন্ত প্রকট।    আলাদা আলাদা রাজ্য এবং তারও ভেতরে স্থানীয় প্রশাসনের আলাদা আলাদা নিয়ম থাকায় সমস্যায় পড়ছেন রোগী ও তাঁর পরিবার। এই পরিস্থিতিতে একটাই নিয়ম আনার জন্য কেন্দ্রকে নির্দেশ সুপ্রিমকোর্টের। নির্দেশনামায় আরও জানায় সুপ্রিমকোর্ট, রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে কেন্দ্র সরকারকে অক্সিজেনের জরুরি স্টকের ব্যবস্থা করতে হবে। কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে ঠেকানো যায় তাঁর জন্যই এই ব্যবস্থা। এর জন্যও কেন্দ্রকে ৪ দিন সময় দিয়েছে আদালত। 'সাধারণ মানুষের জীবনকে কোনোমতেই বিপদে ফেলা যাবে না', কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। একইসঙ্গে কোভিড সংক্রান্ত কোনও তথ্য বা সাহায্য চেয়ে আবেদন সোশাল মিডিয়ায় যদি করা হয়, তাহলে তা অবিলম্বে চিফ সম্পাদক, ডিজিপি, সিপিদের জানানোর নির্দেশ দিয়েছে মহামান্য আদালত।