নিজস্ব প্রতিবেদন : ফৌজদারি মামলা থাকলে পাসপোর্ট তৈরি করাতে পারবেন না সরকারি কর্মচারীরা। দুর্নীতির কামাই বিদেশে পাচার রুখতে এমনই পদক্ষেপ করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি এই প্রস্তাব গ্রহণ করেছে বিদেশ মন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের পিএফ-এর পুরো টাকাই এবার বহন করবে কেন্দ্র


সরকারি আধিকারিকদের পাসপোর্ট বানাতে গেলে দুর্নীতিদমন শাখার ছাড়পত্র লাগে। এবার থেকে সরকারি আধিকারিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে ভিজিলেন্সের ছাড়পত্র পাওয়া সম্ভব হবে না। ফলে পাসপোর্ট পাবেন না ওই আধিকারিক। শুধুমাত্র চিকিত্সার জন্য ছাড়পত্র দেওয়ার কথা বিবেচনা করা যেতে পারে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।


প্রসঙ্গত, গত কয়েক বছরে একাধিক মামলায় অভিযুক্ত সরকারি উচ্চপদে থাকা বেশ কয়েকজন আধিকারিক আদালতের হাজিরা এড়াতে দেশ ছেড়ে বিদেশে গিয়ে গা-ঢাকা দিয়েছেন। তাঁদের দেশে ফিরিয়ে আনতে রীতিমতো কালঘাম ছুটেছে পুলিসের। এই পরিস্থিতিতে এবার নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র।