ওয়েব ডেস্ক : বন্ধ হয়ে গেছে ২০০০-এর নোট ছাপা। এমন একটি রিপোর্ট সামনে আসতেই ছড়িয়েছিল জল্পনা। তবে কি ফের নোটবাতিলের পথে হাঁটবে মোদী সরকার? এবার কি তাহলে বাজারে আসার ১০ মাসের মধ্যেই বাতিল করে দেওয়া হবে নতুন ২০০০ টাকার নোটও? সেই জল্পনায় জল ঢাললেন খোদ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সন্তোষ কুমার গ্যাংওয়ার সাফ জানালেন, ২০০০ টাকার নোট মোটেই বাতিল করা হচ্ছে না। ২০০০-এর নোট কম ছাপার সিদ্ধান্ত অন্য প্রসঙ্গ। তবে, নোট বাতিলের খবরের কোনও সত্যতা নেই। সেইসঙ্গেই তিনি জানান, নতুন ২০০ টাকার নোট ছাপার কাজ শুরু হয়ে গেছে। খুব শিগগিরই বাজারে আসবে নতুন ২০০ টাকার নোট। বাজারে খুচরোর সমস্যা মেটাতে নতুন ২০০ টাকার নোট অনেকটা সাহায্য করবে বলে আশাপ্রকাশ করেন তিনি।


আরও পড়ুন, বিমানের টিকিট কাটার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়!