ওয়েব ডেস্ক: আগামী বছরের মার্চ মাস পর্যন্ত ই টিকিটে দিতে হবে না সার্ভিস চার্জ। এমনটাই সিদ্ধান্ত নিল রেল। অর্থাত্ অনলাইনে ট্রেনের টিকিট বুক করলে সার্ভিস চার্জ দেওয়ার ক্ষেত্রে অব্যাহতির সময়সীমা বাড়ানো হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নোট বাতিলের পর থেকে ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে অনলাইনে বিভিন্ন বুকিংয়ের ক্ষেত্রে সার্ভিস চার্জ নিচ্ছে না কেন্দ্র। রেলের টিকিট কাটার ক্ষেত্রেও এই বিষয়টি প্রযোজ্য।


আইআরসিটিসি-র মাধ্যমে অনলাইনে টিকিট কাটলে প্রত্যেক টিকিটের ওপর ২০ টাকা থেকে ৪০ টাকা সার্ভিস চার্জ ধার্য করে রেল। অনলাইনে টিকিট কাটার মাধ্যমেই প্রায় ৩৩ শতাংশ আয় আইআরসিটিসি-র ঘরে আসে বলে জানিয়েছেন রেল আধিকারিক। কিন্তু ডিজিটাল লেনদেনে উত্সাহ বাড়াতেই এখন এই সার্ভিস চার্জে ছাড় দেওয়া হচ্ছে।


প্রথমে ৩০ জুন অবধি ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে করা হল ৩০ সেপ্টেম্বর।এবার তা ফের বৃদ্ধি করে মার্চ মাস পর্যন্ত করা হল।