২০০০ টাকা পর্যন্ত কার্ড লেনদেনে কোনও কর নয়
দেশে ডিজিটাল লেনদেনের পরিমাণ বাড়াতে নতুন করছাড়ের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। ২০০০ টাকা পর্যন্ত কার্ড লেনেদেনের ক্ষেত্রে এখন থেকে আর লাগবে না কোনও পরিষেবা কর। সেইসঙ্গে ছাড় অনলাইন লেনদেনের ক্ষেত্রেও। ২০০০ টাকা পর্যন্ত অনলাইন লেনদেনের ক্ষেত্রেও লাগবে না কোনও সার্ভিস ট্যাক্স।
ওয়েব ডেস্ক : দেশে ডিজিটাল লেনদেনের পরিমাণ বাড়াতে নতুন করছাড়ের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। ২০০০ টাকা পর্যন্ত কার্ড লেনেদেনের ক্ষেত্রে এখন থেকে আর লাগবে না কোনও পরিষেবা কর। সেইসঙ্গে ছাড় অনলাইন লেনদেনের ক্ষেত্রেও। ২০০০ টাকা পর্যন্ত অনলাইন লেনদেনের ক্ষেত্রেও লাগবে না কোনও সার্ভিস ট্যাক্স।
৮ নভেম্বর পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর থেকেই দেশে খুচরোর আকাল। নগদের অভাবে মানুষের হাতে টাকা নেই। ফলে একমাত্র ভরসা অনলাইন, কার্ড পেমেন্ট, ই-ওয়ালেট। এই পরিস্থিতিতে মানুষকে বেশি করে ক্যাশলেস ইকোনমিতে অভ্যস্ত করে তুলতেই এই সিদ্ধান্ত কেন্দ্রের। বর্তমানে ২০০০ টাকা পর্যন্ত কার্ড লেনদেনের ক্ষেত্রে ১৫ শতাংশ পরিষেবা কর দিতে হত।
আরও পড়ুন, নোট বাতিলের একমাস: কোথায় দাঁড়িয়ে হিসেব, কী বলছে সরকার?