নিজস্ব প্রতিবেদন: বেহাল স্বাস্থ্য পরিকাঠামো! আকাল পড়েছে ওষুধ, বেড, অক্সিজেনের। আজ (বৃহস্পতিবার) জাতীয় স্তরের এক সংবাদ মাধ্যমে, একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, চিফ মেডিক্যাল অফিসারের পা ধরে Remdesivir জন্য ভিক্ষা চাইছেন এক মা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের নয়ডায় । জানা গিয়েছে, রিঙ্কি দেবীর ছেলে করোনায় আক্রান্ত। নয়ডার সেক্টর ৫১-র এক হাসপাতালে ভর্তি তাঁর ছেলে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। প্রয়োজন জীবনদায়ী ওষুধ  Remdesivir। কিন্তু ডাক্তারদের কাছে ছিল না সেই ইঞ্জেকশনের ওষুধ। তাঁকে জানান হয়, CMO-র অফিসে পাওয়া যাবে Remdesivir । রিঙ্কি দেবী দৌড়ে যান সেখানে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। কিন্তু তাতেও মেলেনি Remdesivir। তখনই পায়ে পড়ে যান চিফ মেডিক্যাল অফিসারের। কাতর অনুরোধ করেন, 'আমার ছেলে মরতে বসেছে, আমায় Remdesivir ওষুধটা দেবেন দয়া করে'।


 



CMO দীপক ওহরি তাঁর প্রেসক্রিপশন দেখেন। কিন্তু,  রেমডেসিভির ইঞ্জেকশনের মজুত না থাকায়, তাঁকে সাহায্য করতে পারেননি। জানা গিয়েছে, সকাল থেকে বিকেল চারটে বেজে গেলেও রেমডেসিভির পেলেন না রিঙ্কি দেবী।