জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দাউ দাউ করে জ্বলছে আগুন, গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। সেই ধোঁয়ায় সম্পূর্ণ ঢেকে গিয়েছে রাতের আকাশ। মাঝরাতে এমনই ভয়ঙ্কর অগ্নিকান্ড ঘটে নয়ডায়। পুড়ে ছাই হয়ে যায় সম্পূর্ণ ব্যাঙ্কোয়েট হল। মাঝরাতে ৩ টের সময় উত্তরপ্রদেশের নয়ডাই লাগে এই আগুন। ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একজনের। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। এখনও চলছে আগুন নেভানোর কাজ, জানায় পুলিস। এই ভয়ঙ্কর অগ্নিকান্ডটি ঘটেছে নয়ডার সেক্টর ৭৪-র একটি অভিজাত ব্যাঙ্কোয়েট হল লোটাস গ্রান্ডেওর-এ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Hyderabad News: হায়দরাবাদে এবার রবিনসন স্ট্রিটের ছায়া! মৃত ছেলের পাশেই...


পুলিস সূত্রে জানা যায়, আজ মাঝরাতে আগুন লাগে ওই অনুষ্ঠান বাড়িতে। খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। যেহেতু ওই ব্যাঙ্কোয়েটের সাইজ বিশাল এবং অন্যান্য দাহ্য পদার্থ মজুত থাকায়, খুব কম সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলেই আটকে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক ইলেক্ট্রিশিয়ানের। 


আরও পড়ুন: Bus Accident: প্রবল বেগে কালভার্টে ধাক্কা মারল যাত্রীবাহী বাস, ঘটনাস্থলেই নিহত ১২


নয়ডা ডিসিপি রাম বদন সিং জানান, 'প্রায় রাত সাড়ে ৩টের দিকে আমরা জানতে পারি নয়ডা সেক্টর ৭৪-এর এই ব্যাঙ্কোয়েট হলে আগুন লেগেছে। সাথে সাথে দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় একজন ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।' ভিতরে আর কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।    


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)