নিজস্ব প্রতিবেদন:  ৬টি রাজ্যের মন্ত্রীদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেইই- নিট পরীক্ষা নিয়ে শুক্রবার শুনানি হবে সুপ্রিম কোর্টে৷

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পশ্চিমবঙ্গ-সহ বিরোধীশাসিত এই রাজ্যগুলির তরফে আবেদনে গত ১৭ অগাস্ট শীর্ষ আদালতের দেওয়া রায় পুনর্বিবেচনা করার আবেদন জানানো হয়৷

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর  থেকে জেইই পরীক্ষা শুরু হচ্ছে, শেষ হচ্ছে আগামী ৬ সেপ্টেম্বর ৷ অন্যদিকে আগামী ১৩ সেপ্টেম্বর NEET(UG) পরীক্ষা হওয়ার কথা৷


এই পরিস্থিতির মধ্যে পরীক্ষার আয়োজন এবং ছাত্রছাত্রীদের যাতায়াতেও সমস্যার কথা উল্লেখ করা ৬ রাজ্যের মন্ত্রী আবেদন করেছেন সুপ্রিম কোর্টে৷ তারই শুনানি আজ৷ পশ্চিমবঙ্গ-সহ বিরোধী শাসিত রাজ্যগুলির তরফে আবেদন করা হয়েছে, গত ১৭ অগাস্ট শীর্ষ আদালতের দেওয়া রায় যাতে পুনর্বিবেচনা করা হয়৷

আরও পড়ুন: বেসরকারি স্কুলের আয়-ব্যয়ের হিসাব দেখবে না সুপ্রিম কোর্ট, মামলা ফিরল হাইকোর্টেই

 উল্লেখ্য, আগে সুপ্রিম কোর্টে জেইই ও নিট পরীক্ষা পিছিয়ে দেওয়ার একটি আবেদন দায়ের করা হয়৷ এরপর কেন্দ্রের তরফে শীর্ষ আদালতে আশ্বাস দেওয়া হয় পরীক্ষার্থীদের সুরক্ষার সবরকম ব্যবস্থা করা হবে৷ এরপরই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদনে দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ আদালত যুক্তি দিয়েছিল, জীবন থেমে থাকতে পারে না এবং পরীক্ষার্থীদের জীবনের মূল্যবান একটা বছর নষ্ট করার মানে হয় না৷ তারই প্রেক্ষিতে ৬রাজ্যের মন্ত্রী আবেদন করেছেন সুপ্রিম কোর্টে৷