সৌরভ পাল 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ জামাই ষষ্ঠীতে এমন কিছু জুটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, যাঁদের কিছুজনকে আপনি চেনেন জানেন, তাঁরা বাঙালি সেটাও আপনার অজানা নয়, কিন্তু এমন অনেকেই আছেন, যাঁরা অ-বাঙালি এবং যাঁরা বাঙলার জামাই, দেখুন তো চেনেন কিনা? 


বলিউডি জামাই-
বলিউডের বিখ্যাত জুটি- অমিতাভ-জয়া। 
জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চন। 'অমিতাভ জি' বাংলার জামাই। 


বলিউডের আরও কিছু-
সুতপা শিকদার ও অভিনেতা ইরফান খান। খুব শীঘ্রই বলিউড থেকে হলিউড জামাই হতে চলেছেন ইরফান খান। 
রানী মুখার্জি ও আদিত্য চোপড়া।
কাজল ও অজয় দেবগন। 


টলিউডি জামাই-
কোয়েল মল্লিক ও নিশপাল সিং।   


রয়্যাল জামাই-
মহারাণী গায়েত্রি দেবী। মহারাজা সয়াই মান সিং।


বিলেতি এডিটর জামাই- 
ঝুম্পা লাহিড়ী এবং অ্যালবার্টো ভোরভোলিয়াস বুস। 


ব্যাঙ্কার জামাই-
লিজা রায় এবং জেসন দেহনি।  


গান্ধী জামাই-
ইয়ামি রায় চৌধুরী এবং বরুণ গান্ধী। 


জার্নালিস্ট জামাই-
সাগরিকা ঘোষ ও রাজদীপ সরদেশাই। 


ক্রিকেটার জামাই-
শর্মিলা ঠাকুর ও নবাব পতৌদি। 
সাক্ষী ও মহেন্দ্র সিংহ ধোনি। 
আয়েশা মুখার্জি ও শিখর ধাওয়ান।



নেতা জামাই-
বৃন্দা ও প্রকাশ কারাত। 



গায়ক জামাই- 


মধুরিমা ও সোনু নিগম।