নিজস্ব প্রতিবেদন: নতুন মাস পড়তে না পড়তেই গৃহস্থদের জন্য সুখবর! ১ জুলাই, সোমবার থেকেই কমল রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি ১০০ টাকা ৫০ পয়সা দাম কমেছে রান্নার গ্যাসের। জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে তরল এলপিজির দাম আর ডলারের দাম কমায় গ্যাসের দামে বড়সড় মূল্যহ্রাস ঘটেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৭৩৭.৫০ টাকা থেকে কমে দাঁড়াল ৬৩৭ টাকা। ১৪২.৬৫ টাকার সরকারি ভর্তুকি-সহ রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৪৯৪.৩৫ টাকা।



আরও পড়ুন: পরপর ৪ দিন বাড়ল পেট্রোল-ডিজেলের দাম


এর আগে ১ জুন থেকেই বেড়েছিল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি ২৫ শতাংশ হারে দাম বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে। এর ঠিক এক মাসের মধ্যেই এক ধাক্কায় অনেকটাই কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম।