ওয়েব ডেস্ক: স্ত্রীর সঙ্গে কথা না-বলা নি‌র্যাতন নয়। মহিলার দায়ের করা বধূনি‌র্যাতনের মামলায় প‌র্যবেক্ষণে জানাল সুপ্রিম কোর্ট। স্বামী তাঁর সঙ্গে ২০ দিন কথা বলেননি, এই কথা জানিয়ে মানসিক নি‌র্যাতনের অভি‌যোগ দায়ের করেছিলেন স্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হায়দরাবাদের ওই মহিলার অভি‌যোগ, বিয়ের পর ২০ দিন তাঁর সঙ্গে কোনও কথা বলেননি স্বামী। একা শ্বশুরবাড়িতে দিন কাটাতে হয়েছে তাঁকে। স্ত্রীর দাবি, স্বামী তাঁকে এড়িয়ে ‌যাচ্ছিলেন। এর পরই সাইবারাবাদ পুলিশের কাছে অভি‌যোগ দায়ের করেন তিনি।