ওয়েব ডেস্ক: নোট ইস্যুতে এককাট্টা বিরোধী শিবির। কাল গান্ধীমূর্তির তলায় একজোটে ধরনা দেবে ১৩টি বিরোধী দলের ২০০জন সাংসদ। বেলায় যন্তর-মন্তরে বিক্ষোভ দেখাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে কাল দিল্লিতে ঝড় তোলার প্রস্তুতি সম্পূর্ণ।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


নোট বাতিল ইস্যুতে প্রথমবার দিল্লিত বিরোধীদের এককাট্টা করার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, ফল হয়নি। রাষ্ট্রপতি ভবনের দরবারে বাম-কংগ্রেসের মতো হেভিওয়েট বিরোধীদের পাশে পাননি তৃণমূল সুপ্রিমো। ছন্নছাড়া বিরোধীদের সেভাবে পাত্তা দেয়নি মোদী শিবিরও। এবার তাই আলোচনা করে এককাট্টা হয়ে আন্দোলনের পথে বিরোধীরা।মমতার ফর্মুলা মেনে বুধবার সংসদ ও সংসদের বাইরে একযোগে ঝড় তুলতে সংঘবদ্ধ বিরোধী শিবির। শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পর প্রতিদিনই গান্ধীমূর্তির তলায় বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল সাংসদরা। বুধবার যোগ দেবে ১৩টি বিরোধী দল।



দিল্লিতে ঝড়


বুধবার সকাল ৯.৪৫ থেকে ১০.৪৫ পর্যন্ত গান্ধীমূর্তির তলায় ধরনা দেবে কংগ্রেস-বাম-তৃণমূল। এরা ছাড়াও,ধরনা কর্মসূচিতে অংশ নেবেন ১৩টি বিরোধী দলের মোট ২০০ সাংসদ। কংগ্রেস সাংসদদের সঙ্গে ধরণা কর্মসূচিতে হাজির থাকবেন রাহুল গান্ধী। আন্দোলনের ধার বাড়তে মঙ্গবারই ফের দিল্লি পৌছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে যন্তরমন্তরে ধরণায় বসবেন তৃণমূল সুপ্রিমো। যন্তর মন্তরে তৃণমূল, বুধবার বেলা ১২.৩০ টায় যন্তরমন্তরে ধরণায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।



মঙ্গলবার সংসদের অধিবেশন শুরুর আগে বৈঠকে বসেন বিরোধী নেতারা।  নোট ইস্যুতে পরবর্তী আন্দোলনের স্ট্রাটেজি কী হবে তা নিয়ে আলোচনা হয়। সরকারকে চেপে ধরতে অলআউট আক্রমণে যাওয়ার বিষয়ে একমত বিরোধীরা। রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়া নিয়েও আলোচনা চলছে। তবে,বিরোধী ঐক্যের সংঘবদ্ধ চেহারায় এখন একটাই কাঁটা। তা হল JPC। নোট ইস্যুতে JPC চেয়েছে বাম-কংগ্রেস সহ একাধিক বিরোধীরা। কিন্তু, যৌথ সংসদীয় কমিটির বিরোধিতা করছে তৃণমূল। শেষপর্যন্ত, JPC কাঁটা বিরোধী ঐক্যের ছবিতে আঁচড় ফেলতে পারে কিনা সেদিকেই তাকিয়ে গেরুয়া শিবির।