জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: প্রাক্তন ক্রিকেটার থেকে এখন বাংলার তৃণমূল সাংসদ। জমি দখলের অভিযোগে ইউসুফ পাঠানকে এবার নোটিস পাঠাল গুজরাটের বিজেপি পরিচালিত বরোদা পুরসভা। দ্রুত জমিটি খালি করতে বলা হল তাঁকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  RSS: 'বেশি উদ্ধত হওয়ার ফল, ২৪১ আসনেই থামিয়ে দিয়েছে ভগবান রাম', মন্তব্য RSS নেতার!


বাংলার লোকসভা সবুজ-ঝড়। 'জায়েন্ট কিলার' ইউসুফ পাঠান। বহরমপুরে ঘাসফুল ফুটিয়েছেন তিনি। হারিয়ে দিয়েছেন পাঁচবারের সাংসদ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে। সেই ইউসুফ পাঠানই নাকি গুজরাটে বরোদা পুরসভার অন্তর্গত জমি বেআইনি জমি দখল করে রেখেছেন! ভোটের জেতার ৪৮ ঘণ্টার মধ্য়ে তাঁকে নোটিস পাঠাল পুরসভা।


৪ জুলাই লোকসভা ভোটের ফলপ্রকাশ করা হয়। আর ৬ জুন পাঠানকে এই নোটিস পাঠানো হয় বলে খবর। বরোদা পুরসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শীতল মিস্ত্রি জানিয়েছেন, '২০১২ সালে ৯৭৮ বর্গমিটারের একটি জমি ইউসুফকে বিক্রি প্রস্তাব নাকচ করে দিয়েছিল গুজরাট সরকার। সেই জমিটি এখন দখল করে রেখেছেন। সেকারণেই পুরসভার নোটিস গিয়েছে'। তাঁর কথায়, ‘সম্প্রতি আমরা খবর পেয়েছি, ওই জমিতে দেওয়াল তুলছেন ইউসুফ। তাই ৬ তারিখে আমরা ওঁকে একটি নোটিস পাঠাই। দেওয়াল সরিয়ে নিতে বলা হয়েছে। আমরা দু’সপ্তাহ অপেক্ষা করব। তার পর পরবর্তী পদক্ষেপের কথা ভাবব। এই জমি পুরসভার, আমরা এটা ফেরত নেব'।


এবারের লোকসভা ভোটে তৃণমূল অন্য়তম চমক ছিলেন ইউসুফ। গুজরাট থেকে এনে তাঁকে বহরমপুরে অধীরের  বিরুদ্ধে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। জেতার পর দলের বৈঠকে প্রাক্তন ক্রিকেটারকে 'জায়ান্ট কিলার' অ্যাখ্যা দেন তিনি।


আরও পড়ুন:  NEET UG 2024: নিট গরমিলে 'দুর্নীতি' যোগ? জানতে চেয়ে NTA-CBI-কে 'সুপ্রিম' নোটিস!



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)