নিজস্ব প্রতিবেদন: সদ্য ভারত ও আমেরিকার মধ্যে টু প্লাস টু বৈঠক হয়ে গেল। সেখানে নানা বিষয়ে দু'দেশের মধ্যে আলোচনা হয়েছে। প্রতিরক্ষার বিষয়টিই সেখানে গুরুত্ব পেয়েছে বেশি। তবে অন্যান্য বিষয়েও ছড়িয়েছে আলোচনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মহাকাশ বিজ্ঞান নিয়েও দু'দেশের মধ্যে নানা আলোচনা হয়েছে। যেখানে দু'টি দেশই যৌথ ভাবে এই প্রকল্পে সামিল থাকবে। 


মার্কিন বিদেশ সচিব জানিয়েছেন, ইসরো ও নাসার যৌথ উদ্যোগে 'নাসা-ইসরো সিন্থেটিক অ্যাপারচার রেডার' বা 'নিসার'(এনআইএসএআর)-এর উৎক্ষেপণ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বৈঠকে। ২০১৪ সালেই অবশ্য  এ সংক্রান্ত চুক্তি হয়েছিল। সেই চুক্তি-বক্তব্যই আরও বিস্তৃত পরিধি পেল।


'নিসার' পৃথিবীর ভূখণ্ড, মেরুদেশ এবং হিমবাহ সংক্রান্ত নানা খবর পাঠাবে। হদিশ দেবে জলবায়ু পরিবর্তনেরও। বাস্তুতন্ত্রের ক্ষতি বা পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবের খবরও দেবে এটি। ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরির বিস্ফোরণ বা ভূমিধসের খবরও দিতে পারবে বলে জানা গিয়েছে। সীমান্ত এলাকার ম্যাপিং-ও হবে এই উপগ্রহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কাজ। 


ভারত থেকেই মহাকাশে পাঠানো হবে এই উপগ্রহটিকে। 


আরও পড়ুন: লাদাখ উত্তেজনার মধ্যেই আগামী সপ্তাহে ভারতে আসছে আরও ৩ রাফাল যুদ্ধবিমান