নিজস্ব প্রতিবেদন: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অসমে প্রকাশিত হল জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা। তালিকায় রয়েছে ৩,১১,২১,০০৪ জনের নাম। বাদ পড়েছে ১৯,০৬,৬৫৭ জনের নাম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার সকাল ১০টায় অনলাইনে প্রকাশিত হওয়ার কথা ছিল। তার আগে থেকে উৎকণ্ঠা দানা বাঁধছিল অসমজুড়ে। ব্যবস্থা করা হয়েছিল কড়া নিরাপত্তার। 


 



অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল জানিয়েছেন, যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। আগামী ১২০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন তাঁরা। 


জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত খসড়ায় বাদ পড়েছিল ৪০ লক্ষ লোকের নাম। সেই সংখ্যা চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়েছে ১৯ লক্ষ লোকের নাম। নাগরিকপঞ্জীতে আবেদনকারীর মোট সংখ্যা ছিল ৩,৩০,২৭,৬৬১।