Air India-র ১০০ শতাংশ অংশীদারিত্ব কিনতে পারবেন অনাবাসী ভারতীয়রা
১০০ শতাংশ শেয়ার কিনতে পারবেন NRI-রা।
নিজস্ব প্রতিবেদন: এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ার কিনতে পারেন অনাবাসী ভারতীয়রা। বুধবার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন,''অনাবাসী ভারতীয়রা যাতে এয়ার ইন্ডিয়ায় লগ্নি করতে পারেন, সে কারণে বিদেশি বিনিয়োগ নীতি বদল করা হয়েছে। ১০০ শতাংশ শেয়ার কিনতে পারেন NRI-রা। এর আগে ৪৯ শতাংশই কিনতে পারতেন। এখন কিনতে পারবেন ১০০ শতাংশ।''
তবে NRI-দের বিনিয়োগ বিদেশি লগ্নি হিসেবে দেখা হবে না। ফলে Substantial Ownership and Effective Control (SOEC) বিধি ভঙ্গ হচ্ছে না। ওই বিধিতে বলা হয়েছে, দেশের কোনও বিমান সংস্থা আন্তর্জাতিক পরিবহণে থাকলে তার মালিকানা কোনও ভারতীয় অথবা রাষ্ট্রের হাতে থাকবে। তবে এখনও সরকার অনুমোদনসাপেক্ষে বিদেশি বিনিয়োগ বাঁধা রয়েছে ৪৯ শতাংশে। ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ অনুমোদন করা হয়েছে দেশের অভ্যন্তরীণ বিমান পরিষেবার ক্ষেত্রে।
রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ১৭ মার্চ পর্যন্ত দর দেওয়ার সুযোগ রয়েছে। এনিয়ে আগ্রহ দেখিয়েছে টাটা গ্রুপের ভিস্তারা এয়ারলাইন্স। তারা জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থার মূল্য নির্ধারণ করা হচ্ছে। তবে এখনও তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
আরও পড়ুন- হোলি মিলন বাতিল করেছেন প্রধানমন্ত্রী, করোনা ভাইরাস রুখতে মোদীমাস্ক বিলি BJP-র