নিজস্ব প্রতিবেদন: বড় রদবদল ওড়িশায়। পদত্যাগ করলেন নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন ওড়িশা সরকারের সমস্ত মন্ত্রী। একইসঙ্গে পদত্যাগ করলেন বিধানসভার স্পিকার সূর্য্য পাত্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে, নবীন পট্টনায়েক জানিয়েছেন কোনও সমাজ তার মহিলাদের ক্ষমতায়ন ছাড়া অগ্রগতি করতে পারে না। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এই ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য পরামর্শ চেয়েছেন।


সরকারি সূত্রেজানা গেছে, রবিবার দুপুর ১২টায় নতুন মন্ত্রীরা শপথ নেবেন। ওড়িশায় ক্ষমতাসীন বিজু জনতা দল (বিজেডি) শুক্রবার তিনটি রাজ্যসভার আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়। এছাড়াও ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগর বিধানসভা আসনের উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছে তারা।


রাজ্যসভায় নির্বাচিত দলের তিন  প্রার্থী হলেন সুলতা দেও, মানস রঞ্জন মঙ্গরাজ এবং সস্মিত পাত্র। এর মধ্যে পাত্রকে রাজ্যসভায় পুনরায় মনোনীত করা হয়েছে। দেও এবং মঙ্গরাজ প্রথমবার মনোনীত হলেন রাজ্যসভায়।


তিন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিধানসভায় বিধায়ক সংখ্যার অভাবের কারণে বিরোধী বিজেপি অথবা কংগ্রেস কোনও প্রার্থী দেয়নি।


উল্লেখযোগ্যভাবে, ১৪৭ সদস্যের বিধানসভায় ১১৩ জন বিজেডি বিধায়ক রয়েছে। সেখানে বিরোধী বিজেপি এবং কংগ্রেসের যথাক্রমে ২২ এবং নয়জন বিধায়ক রয়েছেন।


এছাড়াও, একই দিনে BJD-র প্রার্থী অলোকা মোহান্তি ব্রজরাজনগর উপনির্বাচনে রেকর্ড জয় পেয়েছেন। নিকটতম প্রতিপক্ষ কংগ্রেসের বর্ষীয়ান নেতা কিশোর প্যাটেলকে ৬৬,০০০ ভোটে পরাজিত করেছেন তিনি। ২০১৯ সাল থেকে ওড়িশায় অনুষ্ঠিত সব উপ-নির্বাচনের মধ্যে ব্রজরাজনগর উপনির্বাচনের জয়ের ব্যবধান সর্বোচ্চ।


আরও পড়ুন: রেলের প্রকল্পকেও নিজের নামে চালাচ্ছেন মমতা? বিজেপি নেত্রীর মন্তব্যে শুরু বিতর্ক


নির্বাচন কমিশনের তরফে জানা গেছে বিজেপি প্রার্থী রাধারানি পান্ডার জামানত বাজেয়াপ্ত হয়েছে।


এর আগে পট্টনায়ক বলেন ২০২৪ সালের লোকসভা এবং বিধানসভা নির্বাচনে মূল লড়াই হবে বিজেডি এবং কংগ্রেসের মধ্যে। এই বছরের শুরুতে, সদ্য সমাপ্ত পঞ্চায়েত এবং মিউনিসিপাল ভোটে বিজেডি প্রায় ৯০ শতাংশ আসন দখল করে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)