জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওড়িশার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নব কিশোর দাস রবিবার ঝাড়সুগুড়া জেলায় পুলিসের একজন সহকারী সাব-ইন্সপেক্টরের হাতে গুলিবিদ্ধ হন। বুকে গুলি লাগা নব দাসকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গান্ধী স্কোয়ারে মন্ত্রী তার গাড়ি থেকে নামলে ওই পুলিস অন্তত চার থেকে পাঁচটি গুলি চালায় তাঁকে লক্ষ্য করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মন্ত্রী নব দাস একটি সভায় যোগ দিতে যাওয়ার সময় ওই জেলার ব্রজরাজনগর শহরে এই ঘটনা ঘটে।


আরও পড়ুন: Bihar: মদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর


যে ব্যক্তি দাসকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল সে পুলিসের ইউনিফর্ম পরে ছিল বলে জানা গিয়েছে এবং তার নাম এএসআই গোপাল দাস।


ব্রজরাজনগরের এসডিপিও গুপ্তেশ্বর ভোই জানিয়েছেন, ‘সহকারী সাব ইন্সপেক্টর (এএসআই) গোপাল দাস মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান। মন্ত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন’।


আরও পড়ুন: Ayodhya Ram Mandir: প্রায় তৈরি রাম মন্দির, নেপাল থেকে অযোধ্যায় আসছে শালগ্রাম শিলা


গোপাল দাস নামে পরিচিত সহকারী সাব ইন্সপেক্টরকে গান্ধী চকে ডিউটি দেওয়া হয়েছিল। ভোই জানান, ‘সহকারী সাব-ইন্সপেক্টর গোপাল দাস তার রিভলবার থেকে মন্ত্রী নব দাসকে  লক্ষ্য করে গুলি করেন’।


ভোইয়ের মতে, ঠিক কী কারণে এএসআই মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালালেন তা স্পষ্ট নয়। এএসআইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


কার নির্দেশে এএসআই মন্ত্রীকে গুলি করেছে জানতে চাইলে এসডিপিও বলেন, এও বিষয়ে তেমন কোনও তথ্য নেই। এই ঘটনাটি মন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। একটি মেগা প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য নব দাসকে পুলিস এসকর্ট দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)