ওয়েব ডেস্ক: ফ্লিপকার্ট, ইবে, অ্যামজন, শপ ক্লুজ-এর মত ই-কমার্স সাইট বা অ্যাপগুলো যখন কম দামে প্রোডাক্ট বিক্রি করছে, তখন উল্টোপথে হাঁটছে অ্যাপভিত্তিক অ্যাপ-নির্ভর আধুনিক ক্যাব পরিষেবা সংস্থাগুলো। ওলা ইতিমধ্যেই ঘুরপথে ভাড়া বাড়িয়েছে,এবার হয়তো সোজাপথেও বাড়তে পারে ভাড়া।  দিল্লি সহ দেশের বেশ কিছু বড় শহরে বাড়তে চলেছে ওলা-উবের বুক করার খরচ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ওলা, উবেরেও সেই যাত্রী প্রত্যাখ্যানের গল্প, নাজেহাল মানুষ, তাহলে উপায়?


পুজোর মধ্যে ওলার ভাড়া আকাশ ছুঁয়েছিল। ওলা সিলেক্ট চালু হওয়ার পর থেকে সাধারণ যাত্রীদের ক্যাব বুক করতে গেলে আগের থেকে এখন বেশ অনেক টাকাই লাগছে।    


শুরুতে বেশ কম খরচেই মিলত ওলা-উবের-এর মত অ্যাপভিত্তিক অ্যাপ নির্ভর ক্যাব পরিষেবা। সেসবই ছিল প্রচারের কৌশল। দিল্লিতে বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর ওলা-উবেররা এবার চাইছে মুনাফা বৃদ্ধির দিকে লক্ষ্য রাখতে। দিল্লিতে ওলা ড্রাইভারদের ইনসেনটিভও ২০ থেকে ৪০ শতাংশ কমানো হয়েছে।  সবটাই হচ্ছে কোম্পানির মুনাফা বাড়ানোর লক্ষ্যে।


আরও পড়ুন- ২ ঘণ্টা ওলা চড়ে বিল হল ৯ লাখ টাকা!


 এক সর্বভারতীয় নিউজওয়েবসাইট বলছে, দেশের বেশ কিছু শহরে ইতিমধ্যেই ভাড়া বাড়িয়েছে ওলা-উবের। এবার হয়তো আরও ভাড়া বাড়তে পারে ।