বাতিল হতে পারে পুরোনো ১০, ১০০ টাকার নোট? কী বলছে RBI
১০ টাকার কয়েনের বৈধতা ও আসল নকল তাই নিয়ে ধোঁয়াশা রয়েছে। যা থেকে বড় ক্ষতির মুখোমুখি হতে হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: পুরোনো ১০, ১০০ টাকার নোট বাতিল করার কথা বললেন রিসার্ভ ব্যঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার বি. মহেশ। মার্চ ও এপ্রিলের মধ্যেই পুরোনো নোট বাজার থেকে তুলে নেওয়ার পরিকল্পনা চলছে।
জেলা স্তরের সিকিউরিটি কমিটি এবং মুদ্রা পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করার সময় এই পরিকল্পনার কথা জানান বি. মহেশ। তিনি জানিয়েছেন, ১০ টাকার নতুন কয়েন গ্রহণ করতে চাননা বহু খুচরো ব্যবসায়ী। তারা বলেন, 'এখানে চলে না'। মূলত, শহরাঞ্চলের বাইরেই এটি ঘটে থাকে। যা RBI ও ব্যঙ্কের জন্য খুব সমস্যার বিষয় হয়ে যায়।
১০ টাকার কয়েনের বৈধতা ও আসল নকল তাই নিয়ে ধোঁয়াশা রয়েছে। যা থেকে বড় ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৯ এ ১০০ টাকার নতুন নোট আনলেও চালু ছিল পুরোনো নোট। ২০১৬ সালের ৮ নভেম্বর নোট বদল করা হয়। সেই সময় ২০০০ টাকার ও ৫০০ টাকার নোট নিয়ে আসা হয়। বন্ধ করে দেওয়া হয় ১০০০ টাকার নোট।