ওয়েব ডেস্ক : স্ত্রীকে অত্যন্ত ভালোবাসেন। সাধারণ ভাবে স্ত্রী যা চান তাতে কখনও না বলেননি। কিন্তু তাই বলে এমটাও যে তিনি করতে পারেন সেকথা কোনও দিনই ভাবেননি খোদ স্ত্রীই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি হিমাচল প্রদেশের হামিরপুরের। জনৈক ওই ব্যক্তির কাছে সলমন খান ভক্ত তাঁর স্ত্রী 'সুলতান' সিনেমার প্রথম দিনর প্রথম শো দেখতে চেয়েছিলেন। আর যেই না চাওয়া অমনি সিনেমা দেখানোর জন্য রাজি স্বামী। বাড়িতে এসে স্ত্রীকে জানিয়ে দেন টিকিট কাটা হয়ে গেছে।


এদিকে, আজ প্রথম দিনের প্রথম শোতে ঢুকেই রীতিমতো চমকে ওঠেন স্ত্রী। সিনেমা দেখতে এসে জানতে স্ত্রী জানতে পারেন হিমাচল প্রদেশের একটি মল-এর মাল্টিপ্লেক্সে আজ রিলিজ হওয়া সলমন-অনুষ্কা অভিনীত ‘সুলতান’-এর গোটা শোই আগাম বুক করে ফেলেছেন স্বামী। মলের পক্ষ থেকে জানানো হয় ওই ব্যক্তির কথা অনুসারে ভাবা হয়েছিল ১২০ জনকে নিয়েই আসবেন তিনি। কিন্তু পরে জানা যায় শুধু স্ত্রীর জন্যই একটি গোটা শো বুক করেছিলেন তিনি।