ওয়েব ডেস্ক : রাস্তায় চলতে চলতে হঠাত্ই বেরিয়ে পড়ল একটি প্রকান্ড গোখরো সাপ৷ আর যেই না বেরিয়ে পড়া অমনি ডাক পড়ল তাঁর৷ কারণ তিনি ২৭ বছর ধরেই যে এই কাজ করছেন৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নাম ভাভা সুরেশ৷ বাড়ি কেরালার শ্রীকারিয়ম শহরে৷ ৪১ বছরের এই যুবক বিভিন্ন জায়গা থেকে সাপ উদ্ধার করেন৷ নিয়ে যান জঙ্গলে৷ এখনও পর্যন্ত ৫০ হাজারের বেশি সাপ ধরেছেন সুরেশ৷ গোটা কেরালা জুড়ে তাঁর সুনামও রয়েছে এব্যাপারে৷


আরও পড়ুন-স্কুলযাত্রার এই ছবি দেখলে ভয়ে প্রাণ কেঁপে উঠবে!


তবে এক্ষেত্রে যেভাবে এই ভয়ঙ্কর সাপটিকে তিনি ধরলেন তা দেখলে আপনিও শিউরে উঠবেন৷ দেখুন সেই ভয়ঙ্কর ভিডিওটি-