ওয়েব ডেস্ক: বাবাসাহেব ভীমরাও রামজি আম্মেদকরের জন্মদিনে জাতি হিংসা ছড়াল দেশের বিভিন্ন প্রান্তে। শনিবার বাবাসাহেবের ১২৭তম জন্মদিনে দেশ ও জাতির প্রতি তাঁর অবদান স্মরণের পাশাপাশি শিরোনামে উঠে এল জাতি সংঘর্ষ। সংঘর্ষের খবর এসেছে গুজরাট পঞ্জাব থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার বাবাসাহেবকে স্মরণ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি কোবিন্দ এদিন লেখেন, 'ডক্টর বিআর আম্মেদকরকে জন্মদিনে শ্রদ্ধার্ঘ। জাতিবাদ মুক্ত আধুনিক ভারতের তিনি প্রাণপুরুষ। একই সঙ্গে মহিলাদের সমানাধিকারের লক্ষ্যেও লড়েছেন তিনি।' 


সুইসাইড নোটে যৌন হেনস্থার কথা লিখে আত্মঘাতী দিল্লি আইআইটি-র বাঙালি ছাত্র


প্রধানমন্ত্রী মোদীর কথায়, 'পূজনীয় বাবাসাহেব দেশের লক্ষ লক্ষ হতদরিদ্র মানুষকে আশার আলো দেখিয়েছেন। সংবিধান প্রণয়নে অবদানের জন্য আমরা চিরকাল তাঁর কাছে কৃতজ্ঞ থাকব।'


বাবাসাহেবের জন্মদিকে গুজরাতের ভদোদরা থেকে জাতি সংঘর্ষের খবর মিলেছে। সেখানে বিজেপি ও দলিত সংগঠনের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সংঘর্ষ হয়েছে পঞ্জাবেও।