পুলওয়ামা ও সোপিয়ানে পরপর জঙ্গি হানা, জওয়ান সহ নিহত ২
রমজানে জঙ্গি বিরোধী অভিযান বন্ধ করার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। তার ওই ঘোষণার পর এটাই জঙ্গিদের প্রথম হানা
নিজস্ব প্রতিবেদন: রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরে পরপর দুটি হামলার মুখে পড়ল নিরাপত্তা বাহিনী। এতে ১ জওয়ান ও এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩ জওয়ান।
আরও পড়ুন-পাখির চোখ উন্নয়ন, ৪ দিনের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী
রবিবার রাতে পুলওয়ামায় ৫০ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় নিহত হয়েছেন এক জওয়ান। বিলাল আগমেদ নামে এক সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে জঙ্গিদের গুলিতে। জঙ্গিদের সন্ধানে তল্লাশি চলছে।
অন্যদিকে, সোপিয়ানে সেনার একটি টহলদারি গাড়িকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। বিস্ফোরণে রাস্তায় বিশাল গর্ত হয়ে বসে যায় সেনার গাড়ি। ওই ঘটনায় ৩ জওয়ান আহত হয়েছেন।
আরও পড়ুন-ফুলপুর-গোরক্ষপুরের পর কৈরানা, উপনির্বাচনে আজ বড় পরীক্ষার মুখে বিজেপি
উল্লেখ্য, রমজানে জঙ্গি বিরোধী অভিযান বন্ধ করার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। তার ওই ঘোষণার পর এটাই জঙ্গিদের প্রথম হানা।