নিজস্ব প্রতিবেদন : বর্ষবরণের আগের দিন মধ্যরাতে জম্মু ও কাশ্মীরের অবন্তীপুরায় সিআরপিএফ ক্যাম্পে হামলাকারী দুই জঙ্গির মধ্যে একজন কিশোর। দশম শ্রেণীর ওই ছাত্র জইশ জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে জানতে পেরেছে পুলিস। শনিবার গভীর রাতের ওই হামলায় শহিদ হয়েছেন ৫ জওয়ান। ৮ ঘণ্টার লড়াইয়ের পর নিকেশ করা হয়েছে দুই জঙ্গিকেও। আর কোনও জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে কি না তা দেখতে গোটা এলাকায় তল্লাসি শুরু হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- অবন্তীপুরায় সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হানা, শহিদ ৪ সিআরপিএফ জওয়ান


ঘটনার তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, জম্মু-কাশ্মীর পুলিসের এক কর্মী ওই কিশোরের বাবা।


আরও পড়ুন- রাজৌরি ও পুঞ্চ সেক্টরে প্রবল গোলাগুলি পাকিস্তানের, শহিদ ১ সেনা জওয়ান


শনিবার রাত ২টো ১৫ নাগাদ অবন্তীপুরায় সিআরপিএফ ট্রেনিং ক্যাম্পে ঢুকে পড়ে দু'জন সশস্ত্র জঙ্গি। তাদের সঙ্গে ছিল গ্রেনেড লঞ্চার ও স্বয়ংক্রিয় রাইফেল। অন্ধকারে জঙ্গিদের ঠেকিয়ে রাখেন জওয়ানরা। রবিবার আলো ফুটতেই শুরু হয় সেনা, আধাসেনা ও পুলিসের যৌথ অপারেশন। অতর্কিতে হামলা চালানোয় মৃত্যু হয় ৪ জন সেনা জওয়ানের। নিকেশ করা হয় ওই কিশোর-সহ দুই জঙ্গিকে। অন্যদিকে, পুলওয়ামাতেও অস্ত্রবিরতি লঙ্ঘণ করে পাকিস্তান। ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা।