জম্মুর সিআরপিএফ ক্যাম্পে হামলাকারী দশম শ্রেণীর `জঙ্গি`!
শনিবার রাত ২টো ১৫ নাগাদ অবন্তীপুরায় সিআরপিএফ ট্রেনিং ক্যাম্পে ঢুকে পড়ে দু`জন সশস্ত্র জঙ্গি। তাদের সঙ্গে ছিল গ্রেনেড লঞ্চার ও স্বয়ংক্রিয় রাইফেল।
নিজস্ব প্রতিবেদন : বর্ষবরণের আগের দিন মধ্যরাতে জম্মু ও কাশ্মীরের অবন্তীপুরায় সিআরপিএফ ক্যাম্পে হামলাকারী দুই জঙ্গির মধ্যে একজন কিশোর। দশম শ্রেণীর ওই ছাত্র জইশ জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে জানতে পেরেছে পুলিস। শনিবার গভীর রাতের ওই হামলায় শহিদ হয়েছেন ৫ জওয়ান। ৮ ঘণ্টার লড়াইয়ের পর নিকেশ করা হয়েছে দুই জঙ্গিকেও। আর কোনও জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে কি না তা দেখতে গোটা এলাকায় তল্লাসি শুরু হয়েছে।
আরও পড়ুন- অবন্তীপুরায় সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হানা, শহিদ ৪ সিআরপিএফ জওয়ান
ঘটনার তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, জম্মু-কাশ্মীর পুলিসের এক কর্মী ওই কিশোরের বাবা।
আরও পড়ুন- রাজৌরি ও পুঞ্চ সেক্টরে প্রবল গোলাগুলি পাকিস্তানের, শহিদ ১ সেনা জওয়ান
শনিবার রাত ২টো ১৫ নাগাদ অবন্তীপুরায় সিআরপিএফ ট্রেনিং ক্যাম্পে ঢুকে পড়ে দু'জন সশস্ত্র জঙ্গি। তাদের সঙ্গে ছিল গ্রেনেড লঞ্চার ও স্বয়ংক্রিয় রাইফেল। অন্ধকারে জঙ্গিদের ঠেকিয়ে রাখেন জওয়ানরা। রবিবার আলো ফুটতেই শুরু হয় সেনা, আধাসেনা ও পুলিসের যৌথ অপারেশন। অতর্কিতে হামলা চালানোয় মৃত্যু হয় ৪ জন সেনা জওয়ানের। নিকেশ করা হয় ওই কিশোর-সহ দুই জঙ্গিকে। অন্যদিকে, পুলওয়ামাতেও অস্ত্রবিরতি লঙ্ঘণ করে পাকিস্তান। ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা।