ওয়েব ডেস্ক: পেঁয়াজের ঝাঁঝে ফের চোখে জল আসতে চলেছে মধ্যবিত্তের। গত দু'দিনে এশিয়ার সবথেকে বড় পেঁয়াজ বাজারে পেঁয়াজের দাম প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশের উন্নয়নশীল রাজ্যগুলিতে নষ্ট হচ্ছে পেঁয়াজ। অন্যদিকে, ভাল পেঁয়াজের জোগানের আভাবে পাইকারি ও খুচরো বাজারে বাড়ছে পেঁয়াজের দাম। গত ১ বছরে দেশের মেট্রো শহরে পেঁয়াজের দাম ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সবথেকে বেষি বেড়েছে রাজধানী দিল্লিতে। ১ বছর আগেও পেঁয়াজের দাম যেখানে ছিল কেজি প্রতি ২৪ টাকা, তাই এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৫ থেকে ৪০ টাকা।


গত মাসে পেঁয়াজের রফতানি মূল্য টন প্রতি ২৫০ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৪২৫ মার্কিন ডলার করেছে কেন্দ্রীয় সরকার।