নিজস্ব প্রতিবেদন: দারিদ্র মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। ফের প্রমাণ মিলল উত্তরপ্রদেশে।
স্বামীর চিকিৎসার জন্য নিজের ১৫ দিনের সন্তানকেই বিক্রি করে দিলেন মা। মাত্র ৪৫ হাজার টাকায়। বছরের প্রথম দিনেই জোর ধাক্কা আমাদের সমাজ ব্যবস্থায়।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'অপরাধীদের না ধরে কেন আক্রান্তদের হেনস্থা করছে পুলিস? প্রতিবাদে তুমুল বিক্ষোভ
উত্তরপ্রদেশের বেরিলির মিরগঞ্জের তেলিয়ামুরা গ্রামের ঘটনা। সংবাদ সংস্থা এএনআইকে ওই মহিলা জানিয়েছেন, স্বামীর চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে পারেননি। তাই শেষপর্যন্ত নিজের সন্তানকে বিক্রি করার সিদ্ধান্ত নেন। জমি-জিরেত নেই। ফলে এটাই ছিল তাঁর কাছে সহজ উপায়। ফলে টাকার জন্য নিজের ১৫ দিনের সন্তানকে মাত্র ৪৫ হাজার টাকার বিক্রি করে দেন ওই মা। 
টাকার অভাবে সন্তান বিক্রি করার ঘটনা এই প্রথম নয়। মাস খানেক আগেই ত্রিপুরার এক আদিবাসী দম্পতি মাত্র ২০০ টাকায় এক অটোরিক্সো চালককে তাঁর ছেলেকে বিক্রি করে দেন। ফের এই ঘটনা।