নিজস্ব প্রতিবেদন:  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রাণ কেড়ে নেওয়ার হুমকি এল হেল্পলাইন নম্বরে। এই নিয়ে দু-বার জীবননাশের হুমকি পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ হেল্পলাইন নম্বর ১১২ তে হত্যা করার থ্রেট কল ও মেসেজ এসেছে। স্থানীয় পুলিস একেবারেই হালকাছলে নিচ্ছে না এই থ্রেট কলকে। বাড়িয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। ইতিমধ্যে এই থ্রেট কলের এফআইআর দায়ের করা হয়েছে। কে এই থ্রেট কল দিয়েছে, তাঁকে খুঁজে বের করতে শুরু হয়েছে তল্লাশি। অভিযুক্তকে গ্রেফতার করার জন্য আলাদা দল গঠন করা হয়েছে৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেইলেও এসেছে এই হুমকি। জাতীয় স্তরের এক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ‘ylalwani12345@gmail.com’ id থেকে এসেছে প্রাণ কেড়ে নেওয়ার হুমকি।  জানা যাচ্ছে, ২৯ এপ্রিল আসে ফোন। সেখানে বলা হয়, ‘‘মুখ্যমন্ত্রীর কাছে আর চার দিনই আছে, এই চারদিনে যা করার করে নিন, ৫ দিন পরে যোগী আদিত্যনাথকে মেরে ফেলা হবে৷’’


প্রসঙ্গত, গত মাসে অমিত শাহ, যোগী আদিত্যনাথকে ওড়ানোর হুমকি দিয়ে সিআরপিএফ-কে চিঠি পাঠানো হয়। রীতিমত সেটি ছিল খুনের হুমকি। আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে তাঁদের মারা হবে জানিয়ে একটি উড়ো ই-মেল এসেছিল সিআরপিএফ-এর দফতরে। সিআরপিএফ সূত্রে বলা হয়েছে, প্রায়ই শাহ এবং যোগীকে হত্যার হুমকি দিয়ে ওই মেল আসে সিআরপিএফ-এর কাছে।