ওয়েব ডেস্ক: গেরুয়া কোপে রবীন্দ্রনাথ। সংসদে ঝড় তোলার প্রস্তুতি তৃণমূলের। রাজ্যসভায় আলোচনা চেয়ে নোটিস তৃণমূলের। পাঠ্যক্রম থেকে রবীন্দ্রনাথের রচনা সরানোর চেষ্টার অভিযোগ। ন্যাসের সুপারিশ নিয়ে সংসদে আলোচনা চায় তৃণমূল। তার আগে জেনে নিন ঠিক কী হয়েছে, এই বিষয়ে--- এগারো ও বারো ক্লাসের পাঠ্যক্রম থেকে রবীন্দ্রনাথের রচনা বাদ দেওয়ার সুপারিশ করল RSS-র শাখা সংগঠন।  RSS-র শাখা সংগঠন শিক্ষা সংস্কৃতি উত্থান ন্যাস। ওই সংগঠনের প্রধান দীনানাথ বাটরা NCERT-কে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা সিলেবাস থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। ভিত্তিহীন এবং পক্ষপাত দুষ্ট পাঠ্যবই থেকে মির্জা গালিবের রচনা, মোগল সম্রাট আকবরের সুশাসনের প্রসঙ্গও বাদ দিতে বলেছেন দীনানাথ বাটরা। সাম্প্রতিক ঘটনাবলির মধ্যে গুজরাট হিংসা, চুরাশির শিখ দাঙ্গা নিয়ে মনমোহন সিংয়ের দুঃখপ্রকাশ এবং বিজেপিকে হিন্দু রাজনৈতিক দল হিসেবে উল্লেখের প্রসঙ্গও বাদ দিতে সুপারিশ করেছে শিক্ষা সংস্কৃতি উত্থান ন্যাস। এই হাস্যকর সুপারিশ নিয়ে রীতিমত চিন্তা বিভিন্ন মহলে। কারণ এই প্রথম নয়। এর আগে পাঠ্যক্রমে RSS পন্থী ভাবধারার সমর্থনে পরিবর্তনের সুপারিশ করেছে এই সংগঠন এবং সফলও হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আজ রাষ্ট্রপতি পদে শপথ নেবেন রাম নাথ কোভিন্দ


বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক পবিত্র সরকার আরএসএসের এই প্রস্তাবের নিন্দা করে সাফ জানিয়েছেন, "নির্বোধ। তবে আমাদের রাষ্ট্র এটা কীভাবে নেয়, সেটাই দেখার। পৃথিবীতে এমন উন্মাদ আছে। ভারতের বহুজাতিক এবং বহুবর্ণের সংস্কৃতিকে নষ্ট করতে চায় এরা। এখন দেখার, এনসিইআরটি এই বিষয়ে কী ভূমিকা নেয়"।   কবি জয় গোস্বামীর প্রতিক্রিয়া, "শুনলে অবিশ্বাস্য লাগে। রবীন্দ্রনাথকে বাদ দেওয়া, এই কথা যারা ভাবতে পারেন, তারা অশুভ বুদ্ধি সম্পন্ন। আমি এই প্রস্তাবকে অসমর্থন করছি। আমি মনে করি ভারতের সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষও তাই করবেন এবং এই প্রস্তাবের প্রতিবাদ করবেন"। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের মুখ ডেরেক ও'ব্রায়েন আরএসএসের এই প্রস্তাবের কড়া নিন্দা করেছেন। তাই এবার এই বিষয়ে সংসদে ঝড় তোলার প্রস্তুতি তৃণমূলের।


আরও পড়ুন  ১, ২, ১০ টাকার কয়েন তুলে নেওয়ার 'পরামর্শ' জেডি(ইউ) সাংসদের!