ওয়েব ডেস্ক : সরকারের ওপর চাপ বাড়াতে এবার একযোগে রাষ্ট্রপতির কাছে গেল বিরোধীরা। তাদের অভিযোগ, সাংবিধানিক রীতিনীতির তোয়াক্কা না করেই বিনা আলোচনায় আয়কর আইন সংশোধনী বিল পাশ করানো হয়েছে। কংগ্রেস-তৃণমূল-সিপিএম-সহ ১৬টি বিরোধী দল আজ এ নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আয়কর আইন সংশোধনের নামে সরকার কালো টাকা সাদা করার রাস্তা করে দিয়েছে বলেও তাদের অভিযোগ। অর্থবিল হিসাবে লোকসভায় আয়কর আইন সংশোধনী বিল পাশ করিয়ে নিয়েছে সরকার।


প্রসঙ্গত, গত ৮ নভেম্বর নরেন্দ্র মোদী দেশে কালো টাকার ওপর 'সার্জিক্যাল স্ট্রাইক' আনতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেন। এরপর থেকেই নরেন্দ্র মোদীর সঙ্গে কার্যত বাক যুদ্ধে নেমেছে বিরোধীরা।