ওয়েব ডেস্ক : ভেস্তেই গেল নোটকাণ্ডে সর্বদল বৈঠক। ২৮ নভেম্বর অর্থাত্‍, আক্রোশ দিবস পর্যন্ত সরকারের সঙ্গে কোনও কথা নয়। নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে বিরোধী শিবির। আজ সকাল ১০টায় রাজনাথ সিংয়ের ঘরে সর্বদল বৈঠক হওয়ার কথা ছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মেয়াদ বাড়ল পুরনো নোট ব্যবহারের


তার আগে নিজেদের মধ্যে বৈঠক করেন বিরোধীরা। সেখানেই সর্বদল বৈঠক নিয়ে সরকারি সিদ্ধান্তের সমালোচনা করা হয়। বিরোধীরা অভিযোগ করে, ১৩টি দলকে না ডেকে বিরোধী ঐক্য ভাঙতেই ৫টি রাজনৈতিক দলকে ডাকা হয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে সরকারপক্ষ। তাঁদের দাবি, সর্বদল বৈঠক নিয়ে অযথা বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা। সরকারি ভাবে কোনও সর্বদল বৈঠক ডাকাই হয়নি বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার।