ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশ ভোটে বিরোধীদের মুখ পুড়েছে। ভোটের পরেই EVM কারচুপির অভিযোগে সরব হয়েছেন মায়াবতী। দিল্লিতে এবার কড়া নাড়ছে তিন পুরসভার নির্বাচন। তার আগেই আবারও EVM কারচুপির সুর কেজরির গলায় উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়ে ধুয়ে সাফ অখিলেশ সরকার।  যাকে বলে গো হারান হার। মান বাঁচাতে ভোট কারচুপির অভিযোগে সরব হন মায়াবতী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- অপরাধী কমে, বড়লোক বাড়ল উত্তরপ্রদেশ বিধানসভায়


অখিলেশের বক্তব্য ছিল, অভিযোগ যখন উঠেছে তখন তা খতিয়ে দেখা উচিত নতুন সরকারের। বিরোধীদের সওয়ালে এবার তাই অন্য সুর। সামনে আবার দক্ষিণ,উত্তর, পূর্ব দিল্লি পুরসভার ভোট। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আগে থেকেই রক্ষণাত্মক। কেজরির জোর সওয়াল ব্যালটের ভোটে। তাঁর অভিযোগ, EVM এ কারচুপি হয়। উত্তরপ্রদেশ ভোটে সে পথেই জিতেছে মোদী। ব্যালট ভোটের আর্জি নিয়ে ইলেকশন কমিশনেরও দ্বারস্থ হয়েছে আপ। ভোট মানেই বহু রঙ্গ। শাসক বিরোধী চাপান উতোর। দিল্লির তিন পুরসভায় ভোটের আগে তাতেই নতুন রঙ আনলেন কেজরিওয়াল।