নিজস্ব প্রতিবেদন: চলতি বছরে ২ হাজারের বেশি সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। এবং সেটা একতরফাভাবে। ইমরান সরকারকে রবিবার এভাবেই তুলোধনা করল নয়া দিল্লি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


উল্লেখ্য, কয়েকদিন আগে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলে কাশ্মীর নিয়ে ভারতের সমালোচনা করতে দেখা যায় পাকিস্তানকে। কাশ্মীরিদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করে ইসলামাবাদ। এ প্রসঙ্গে আজ নয়া দিল্লির কড়া জবাব, পাকিস্তানই একতরফাভাবে ২০৫০ বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে। মৃত্যু হয়েছে ২১ ভারতীয় নাগরিকের। একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও জঙ্গি অনুপ্রবেশে মদত দিয়েছে ইমরান সরকার।


আরও পড়ুন- বিশ্বের অন্যতম সেরা গাঁজার বাজার রয়েছে ভারতের দুই শহরে


এ প্রসঙ্গে ভারত জানায়, ইসলামাবাদ একতরফা হামলা চালালেও সংযত আচরণ করেছে আমাদের সেনা। জঙ্গি অনুপ্রবেশের ক্ষেত্রে জবাব দিতে দায়িত্বশীল পরিচয় দেওয়া হয়েছে। উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের পর থেকেই উস্কানিমূলক মন্তব্য করতে দেখা গিয়েছে খোদ পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। ভারতকে কাঠগড়ায় তুলে আন্তর্জাতিক মঞ্চে ইমরান সমালোচনা করলেও কাউকে পাশে পায়নি। রাষ্ট্রসঙ্ঘেও মুখ থুবড়ে পড়তে হয়। রাশিয়া, ব্রিটেন, আমেরিকা ও ফ্রান্স স্পষ্ট জানিয়ে দেয়, কাশ্মীর সমস্যা ভারতের অভ্যন্তরীণ বিষয়।