এক্সক্লুসিভ: রাম রহিমের ডেরায় ৬০০ নরকঙ্কাল!
ওয়েব ডেস্ক: ছ'শোরও বেশি মানুষের দেহকবর দেওয়া হয়েছে রাম রহিমের ডেরায়। হরিয়ানা পুলিশের বিশেষ তদন্তকারী দলের আধিকারিক জি মিডিয়াকে জানিয়েছেন, সিরসায় ডেরা সচ্চা সওদা জুড়ে মানব দেহ কবর দেওয়া হয়েছে। কবরের ওপর লাগানো হয়েছিল চারা গাছ। সেই চারা গাছ এখন বৃক্ষে পরিণত হয়েছে।
ধর্ষক বাবার অনুগামীদের দাবি, মোক্ষলাভের লোভে বহু ভক্ত রাম রহিমের ডেরায় দেহ সমাহিত করার ইচ্ছা প্রকাশ করতেন। হায়দরাবাদের সাংবাদিক রামনন্দ তাতিয়া দাবি করেছিলেন, ডেরায় মাটি খোঁড়া শুরু হলে প্রচুর কঙ্কাল মিলবে। প্রায় ৫০০ জন নিখোঁজ হয়েছিল ডেরা থেকে। রাম রহিমের বিরোধিতা করলেই তাঁকে খুন করে লাশ গুম করে দেওয়া হত। জাতীয় সংবাদমাধ্যমের সামনে মাটি খোঁড়ার কাজ শুরু করার দাবি করেছেন তিনি।
জোড়া ধর্ষণকাণ্ডে রাম রহিমকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বিশেষ সিবিআই আদালত। ডেরা সচ্চা সওদায় তল্লাশি চালিয়ে রাম রহিমের একের পর এক কীর্তি প্রকাশ্যে এসেছে। কখনও মিলেছে কন্ডোম, কখনও আবার গোপন সুড়ঙ্গও খুঁজে পাওয়া গিয়েছে।
আরও পড়ুন,জেলে 'জামাই আদরে'ই রাম রহিম, সঙ্গে রয়েছে মহিলা সহযোগীও