নিজস্ব প্রতিবেদন: হোলির দিনে সুখবর পেলেন সরকারি কর্মীরা। সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার ঘোষণা করল ওডিশা সরকার। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে চালু হচ্ছে এই সুপারিশ। শুধু সরকারি কর্মীরাই নন, সরকারের অধীনস্থ সংস্থার কর্মীদের বেতন বাড়ানোর নির্দেশও দিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরের বছর ওডিশায় বিধানসভার নির্বাচন। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপি। যদিও দিন কয়েক আগে বিজেপুরা উপনির্বাচনে গেরুয়া শিবিরকে মাত দিয়েছে বিজেডি। এবার সমর্থন ধরে রাখতে সরকারি কর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা করলেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। 


২০১৭ সালের ২৯ অগাস্ট সরকারি কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল ওডিশা সরকার। এবার সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে সরকারের অধীনস্থ সংস্থাগুলির কর্মীদের বেতন পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দিলেন পট্টনায়েক। ফলে লাভবান হবে প্রায় ৮ লক্ষ কর্মী। 


আরও পড়ুন- পরিষেবা চালু রাখতে জিও ও এয়ারটেলের দ্বারস্থ এয়ারসেল


কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেচন ১৮,০০০ থেকে বাড়িয়ে ২৬,০০০ টাকা করার দাবি করেছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। গতবছর জুনে ৩৪টি  পরিবর্তনর পর বেতন কাঠামোয় অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভা।