Maharashtra: ঘাড়ের কাছেই আতঙ্ক! শুধু একটি জেলাতেই বাঘের আক্রমণে ৫০ জনের বেশি মৃত্যু! কোথায়?
Tiger`s Attacks in Chandrapur of Maharashtra: জলে কুমির ডাঙায় বাঘ। এই নিয়েই লড়াই করে চলেছে মানুষ। বিশেষত ভারতের মানুষ। যদিও এখন অরণ্যাঞ্চলের নিয়মনীতি কড়া ভাবে পালন করা হয়। পশুপাখিদের রক্ষা বা সুরক্ষার্থে নানা নিয়ম করা হয়েছে। জনজাতির সুরক্ষাকবচও রয়েছে। কিন্তু এত কিছু সত্ত্বেও কোথাও কোথাও প্রাণীদের কারণে বিপন্ন হয়ে উঠছে জনজীবন। মারা পড়ছে এলাকাবাসী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জলে কুমির ডাঙায় বাঘ। এই নিয়েই লড়াই করে চলেছে মানুষ। বিশেষত ভারতের মানুষ। যদিও এখন অরণ্যাঞ্চলের নিয়মনীতি কড়া ভাবে পালন করা হয়। পশুপাখিদের রক্ষা বা সুরক্ষার্থে নানা নিয়ম করা হয়েছে। জনজাতির সুরক্ষাকবচও রয়েছে। কিন্তু এত কিছু সত্ত্বেও কোথাও কোথাও প্রাণীদের কারণে বিপন্ন হয়ে উঠছে জনজীবন। মারা পড়ছে এলাকাবাসী। গোটা দেশে নয় বা কোনও একটি গোটা রাজ্যেও নয়, মাত্র একটি জেলায় বাঘের হামলায় মারা গিয়েছেন ৫০-এর বেশি মানুষ। এমনই ঘটেছে মহারাষ্ট্রে। সেখানে ২০২২ সালে বাঘ এবং চিতাবাঘের হামলায় শুধুমাত্র চন্দ্রপুর জেলাতেই মৃত্যু ঘটেছে মোট ৫৩ জনের!
আরও পড়ুন: Live-in-Relationship: 'লিভ ইন অবৈধ' দাবি তুলে মামলা, পাগলামি বলে খারিজ সুপ্রিম কোর্টের
মহারাষ্ট্রের বনমন্ত্রী সুধীর মুঙ্গনতিয়ার সোমবার মহারাষ্ট্রের বিধানসভায় এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, শুধু মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলাতেই বাঘ ও চিতাবাঘের হামলায় মৃত্যু ঘটেছে ৫৩ জনের! ওই ৫৩ জনের মধ্যে ৪৪ জন বাঘের শিকার হয়েছেন। বাকিদের মৃত্যু ঘটেছে চিতাবাঘের আক্রমণে।
চন্দ্রপুরের পাশাপাশি, বিদর্ভ অঞ্চলের আরও বেশ কয়েকটি জেলাতেও বাঘ-চিতাবাঘের হামলায় মৃত্যু ঘটার খবর জানিয়েছেন মহারাষ্ট্রের বনমন্ত্রী। সেই সঙ্গে তিনি এ-ও জানিয়েছেন যে, গত বছর বিদর্ভে বিভিন্ন কারণে মোট ১৪টি বাঘের মৃত্যু হয়েছে!