ওয়েব ডেস্কঃ আপনি কি শহরাঞ্চলে বাস করেন? ঘরে ফ্রিজ, এসি রয়েছে? তাহলেই হল! আপনি কিন্তু সরকারের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের আওতার বাইরে বেরিয়ে ‌যেতে পারেন। অন্তত কেন্দ্রকে এমনটাই প্রস্তাব দিয়েছে বিবেক দেবরায় কমিটি।
বিবেক দেবরায় কমিটির প্রস্তাব মানলে, শহরাঞ্চলের প্রতি ১০ টি বাড়ির মধ্যে ৬ টি বাড়ি এই সার্ভের আওতায় আসবে ‌যে তারা আদৌ সরকারি জণকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাবেন কিনা। কমিটির প্রস্তাব অনু‌যায়ী...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জঙ্গিদের সঙ্গে পুলওয়ামার দ্রুবগ্রামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এখনও গুলির লড়াই চলছে
•    পেশাগত, বাসস্থান ও সামাজিক অবস্থান দেখেই জনকল্যাণমূলক প্রকল্পের আওতায় কে আসবে, কে আসবে না, তা ঠিক করা হোক।
•    যাঁরা গৃহহীন বা পলিথিনের তাঁবুতে থাকেন, বাড়িতে কোনও উপার্জন নেই, ‌যাঁদের বাড়িতে উপার্জন করার মতো প্রাপ্ত বয়স্ক কোনও পুরুষ সদস্য নেই, এই সব পরিবারগুলি অটোমেটিক্যাল প্রকল্পের আওতায় চলে আসবে
•    শূন্য থেকে বারো প‌র্যন্ত ইনডেক্স স্কেল থাকবে, এই স্কেলে অবস্থান অনু‌যায়ী ঠিক করা হবে, কারা প্রকল্পের আওতাভু্ক্ত হবেন।
কমিটির এই প্রস্তাব কেন্দ্র মেনে নিলে, আপনি কোনও সরকারি জনকল্যাণমূলক পরিষেবা পাবেন না।


আরও পড়ুন  ১১ লক্ষ প্যান কার্ড বাতিল করেছে সরকার, আপনারটা চালু আছে তো? দেখে নিন