নিজস্ব প্রতিবেদন: টানা ২৮ দিন জেলে। প্রতি বারের মতো আজও জামিনের আবেদন চেয়েও আশাহত হলেন। সিবিআইয়ের বিশেষ আদালতের পর্যবেক্ষণ, তিনি প্রভাবশালী ব্যক্তি। জামিন পেলে তদন্তে ক্ষতি হতে পারে। আইএনএক্স মামলায় অভিযুক্ত প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে ১৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের থাকার নির্দেশ দিল আদালত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পি চিদম্বরমের আইনজীবীরা চেয়েছিলেন, তাঁর স্বাস্থের কথা মাথায় রেখে বাড়ি খাবার দেওয়ার অনুমতি দেওয়া হোক। আদালত তাঁদের আবেদনে সম্মতি জানিয়েছে। পাশাপাশি, কপিল সিব্বলরা বলেন, দিনে দু’বার চিদম্বরমের চিকিত্সার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে আপত্তি জানানি সিবিআইয়ের তদন্তকারীরা। গত ৫ সেপ্টেম্বর থেকে তিহাড় জেলে বন্দি রয়েছেন পি চিদম্বরম।


আরও পড়ুন- সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা স্বীকার করল উত্তর কোরিয়া


সিবিআই এর আগে পি চিদম্বরমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। উল্লেখ্য, ২০০৭ সালে মনমোহন সিং প্রধানমন্ত্রী ক্যাবিনেটে অর্থমন্ত্রী থাকাকালীন আইএনএক্স মিডিয়াকে মোটা অঙ্কের বিদেশি অর্থ পি চিদম্বরম পাইয়ে দেন বলে অভিযোগ। আরও অভিযোগ, ছেলে কার্তি চিদম্বরমকে এর পরিবর্তে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়।