নিজস্ব প্রতিবেদন: সুপ্রিম কোর্টের নির্দেশের পরও গুজরাট ও রাজস্থানে পদ্মাবতের মুক্তি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। গন্ডগোলের আশঙ্কায় বেঁকে বসেছেন পরিবেশকরা। পশ্চিমবঙ্গের সিনেমাপ্রেমী মানুষ কি 'পদ্মাবত' দেখতে পাবেন? ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের দাবি, ২৫ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে সঞ্জয়লীলা বনশালির ছবির মুক্তিতে কোনও ব্যাঘাত ঘটবে না। এর মধ্যেই আবার প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছে করনি সেনা। তাদের দাবি, পশ্চিমবঙ্গে করনি সেনার লোকজন রয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কৃষ্ণ নারায়ণ দাগার কথায়, ''আমরা আশা করছি বাংলায় 'পদ্মাবতে'র মুক্তিতে কোনও সমস্যা হবে না। একটা সিনেমাহলে বিক্ষোভ হয়েছিল। তবে পরিস্থিতি সামলেছে পুলিস।''


মাস দুই আগে কলকাতার একটি সিনেমাহলের সামনে বিক্ষোভ দেখিয়েছিল বজরং দল। ওই হল মালিকের বক্তব্য, তেমন পরিস্থিতি ফের তৈরি হবে না বলেই আশা করছি। বাংলায় করনি সেনার তেমন প্রভাব নেই বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে করনি সেনার প্রধান লোকেন্দ্র কালভির প্রচ্ছন্ন হুঁশিয়ারি, ''আমাদের অনেক সদস্য বাংলায় রয়েছেন। অনেকবার আমাকে কলকাতায় সভার জন্য ডাকা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজপুতদের আবেগ বুঝতে পারবেন বলে আশা করছি।''     


আরও পড়ুন- পুনর্ব্যবহারযোগ্য শক্তিতে দেশকে বলীয়ান করতে মোদীর দরকার ১২৫ বিলিয়ন ডলার


১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা 'পদ্মাবতে'র। শুরু থেকেই ছবিটি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল করনি সেনা। পরে সেন্সর বোর্ডেও আটকে যায় ছবিটি। নাম পরিবর্তন-সহ একাধিক শর্তে সেন্সরের শংসাপত্র পায় ছবিটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে ছবিটির পাশে দাঁড়িয়েছিলেন। অভিযোগ করেছিলেন, রাজনৈতিক স্বার্থসিদ্ধির লক্ষ্যে দেশে বাক স্বাধীনতার উপরে আঘাত হানা হচ্ছে।