`পদ্মাবতে`র বিরোধিতায় রেহাই পেল না স্কুল বাসও, আতঙ্কিত পড়ুয়ারা
`পদ্মাবতে`র বিরোধিতায় রাস্তায় নেমে ভাঙচুর করণি সেনার।
নিজস্ব প্রতিবেদন: 'পদ্মাবতে'র বিরোধিতায় বিক্ষোভের হিংসা থেকে রেহাই পেল না শিশুরা। গুরুগ্রামে স্কুল বাস লক্ষ্য করে পাথর ছুড়ল করণি সেনা। পুলিস নিষ্ক্রিয় দর্শকের ভূমিকায় ছিল বলে অভিযোগ শিক্ষকশিক্ষিকাদের।
জিডি গোয়েঙ্কা ওয়ার্ল্ড স্কুলের বাসে ছিল দ্বিতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পড়ুয়ারা। ছিলেন স্কুল শিক্ষক ও কর্মীরাও। ওই বাসটিতেই হামলা চালায় একদল বিক্ষোভকারী। মোবাইল ক্যামেরায় তোলা বাসের ভিতরের ছবি রীতিমতো শিউরে ওঠার মতো। ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই উঠেছে সমালোচনার ঝড়।
ভিডিওয় দেখা যাচ্ছে, পাথরের হাত থেকে বাঁচতে আসনের তলায় লুকিয়ে পড়েছে শিশুরা। এক শিশুকে হাতে জড়িয়ে ধরে বাঁচানোর চেষ্টা করছেন শিক্ষক। চারদিকে ছড়িয়ে জানালার কাঁচের টুকরো।
আরও পড়ুন- চলন্ত ট্রেনের সামনে সেলফি তুলতে গিয়ে মৃত্যুর মুখে যুবক
এক শিক্ষকের দাবি, পুলিস ঘটনাস্থলে থাকলেও কোনও পদক্ষেপ করেনি। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও রাস্তায় নেমে 'পদ্মাবতে'র মুক্তির বিরোধিতায় বিক্ষোভ দেখাচ্ছে করণি সেনা।